কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, খাবারের তীব্র সংকট

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-25 01:14:53

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার প্রায় ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

পানিবন্দী হয়ে পড়েছে ৯ উপজেলার আড়াই শতাধিক চর ও নিম্নাঞ্চলের প্রায় ২ লক্ষাধিক মানুষ। অনেকেই ঘর-বাড়ি ছেড়ে উঁচু সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট।

পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। গবাদি পশুর খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। কাঁচা পাকা সড়ক তলিয়ে থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।

বন্যার কারণে পানিতে ডুবে গেছে টিউবওয়েল।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেলায় ৬৫টি ইউনিয়নে মেডিকেল টিম কাজ করছে। এছাড়াও উপজেলা পর্যায়ে ৯টি মেডিকেল টিম কাজ করছে। গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান, জেলা প্রশাসন থেকে বন্যার্তদের জন্য ১৬০ মেট্রিক টন চাল, শুকনো খাবার, শিশু ও গো-খাদ্যের জন্য ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর