ভাঙন কবলে সটুরিয়া ব্রিজ, দিশেহারা ১০ গ্রামের মানুষ

, জাতীয়

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-09-01 19:02:12

ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ও মানিকগঞ্জের সটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কমপক্ষে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম সটুরিয়া ব্রিজ। ছোট বড় সবজি বোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়মিতভাবে চলাচল করে এই ব্রিজ দিয়ে।

তবে বর্ষার আগমনে গাজীখালি নদীর পানির তীব্র স্রোতে এরইমধ্যে বিলীন হয়ে গেছে ব্রিজের তিনটি উইং। বাকি একটি উইংসহ ব্রিজটিও এখন নদীগর্ভে যাওয়ার পথে। ব্রিজটিকে রক্ষার জন্য স্থানীয় গ্রামবাসী কয়েকবার উদ্যোগ নিয়েও আসেনি কোনো ফলাফল।

আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা শ্রমিক, পাইকারি সবজি ব্যবসায়ী এবং সরকারি একটি আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের একমাত্র মাধ্যম এই ব্রিজ। তাই দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা এলাকাবাসীর।

স্কুল শিক্ষক আবু তাহের বলেন, ‘গাজীখালি নদীতে পানি আসার শুরুর দিকে ব্রিজের উইংগুলো ভাঙনের কবলে পড়তে থাকে। এরপর একে একে ভেঙে যায় ব্রিজের তিনটি উইং। কয়েক দফায় চেষ্টা করেও ব্রিজের উইংগুলো ধরে রাখা যায়নি। বাকি একটি উইংও ভাঙনের কবলে।’

পায়ে হেঁটে মানুষ যাতায়াতেও কষ্টসাধ্য

আব্দুর রশিদ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ধানকোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সবজিবাহী ট্রাকগুলো প্রতিনিয়ত যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। ব্রিজের উইংগুলো ভেঙে যাওয়ায় এখন শুধু পায়ে হেঁটে চলাচল করা যায়। ব্রিজটি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘সাত লাখ টাকা ব্যয়ে ২০১৬ সালে গাজীখালি নদীর ওপর নির্মিত হয় সটুরিয়া ব্রিজ। এরইমধ্যে ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।’

ব্রিজ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কর্মসূচি চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর