পীরগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৭০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা | 2023-08-30 21:22:22

গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের পীরগাছায় তৃতীয় দফায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন।

বুধবার(১৫ জুলাই) এসব নদী ভাঙন ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

এর আগে তিনি উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে নদী ভাঙনের শিকার ও বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে  শুকনা খাবার ও ২৭০ পরিবারের মাঝে পুষ্টিকর শিশু খাদ্য বিতরণ করেন।

পরে নদী ভাঙন ও বন্যায় গৃহহীন হয়ে আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেয়া ২৫০ পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এবারের বন্যায় পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের ৪ হাজার পরিবার নদী ভাঙন ও বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্ত জেসমীন প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত আব্দুল আজিজ, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর