পুনরায় কার্যক্রম শুরুর পর ৫ হাজারেরও বেশি গাড়ি তালিকাভুক্ত করল উবার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 15:34:24

দীর্ঘদিন লকডাউনের পর যাত্রীদের জন্য কার্যকর, সুবিধাজনক ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে এবং চালকদের  জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে ঢাকায় পুনরায় কার্যক্রম শুরুর পর উবারের প্ল্যাটফর্মে পাঁচ হাজারেরও বেশি গাড়ি তালিকাভুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাইড শেয়ারিং কোম্পানি উবার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উবার কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু নিবন্ধিত গাড়ি দিয়েই রাইড শেয়ারিং সেবা প্রদান করা যাবে, বিআরটিএ’র এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে গাড়ি তালিকাভুক্ত করার কার্যক্রম ত্বরান্বিত করে উবার। সহজলভ্য উবার এক্স সেবা চালুর মাধ্যমে গত ২২ জুন ঢাকায় পুনরায় উবারের কার্যক্রম শুরু হয়। চলতি সপ্তাহ থেকে উবারের প্রিমিয়ার এবং ইন্টারসিটি সার্ভিসও ফের চালু হয়েছে।

এ বিষয়ে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করে চালকদের এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজতর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের রাইড শেয়ারিং সার্ভিস করোনাকালের এই পরিবর্তিত পরিস্থিতিতে যাত্রী ও চালকরা সর্বোচ্চ মানের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি প্রদান করবে।’

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে যাত্রীদের প্রয়োজন মেটাতে ও চালকদের উপার্জনের সুযোগ তৈরি করার কথা বিবেচনা করে উবার বিভিন্ন নতুন সার্ভিস উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে প্যাকেজ ডেলিভারি সার্ভিস উবার কানেক্ট, যার মাধ্যমে গ্রাহকরা বাসায় নিরাপদে থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে পারবেন। এছাড়াও নতুন চালু করা হয়েছে উবার রেন্টাল সার্ভিস যার মাধ্যমে যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত দুই সপ্তাহে যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার জন্য নানাবিধ পদক্ষেপ নিয়েছে উবার। এর মধ্যে রয়েছে চালক ও যাত্রী উভয়ের জন্য গো অনলাইন চেকলিস্ট ও মাস্ক পরিধানের বাধ্যতামূলক নির্দেশনা নীতি, চালকদের জন্য প্রি-ট্রিপ মাস্ক ভেরিফিকেশন সেলফি, হালনাগাদকৃত ট্রিপ পরবর্তী ফিডব্যাক ব্যবস্থা এবং রাইড বাতিলের নীতিমালা।এই দুর্যোগপূর্ণ সময়ে উবারের প্রতিটি রাইড যেন সবার জন্য সব সময় নিরাপদ হয় সে লক্ষ্যেই এই নতুন ফিচারগুলো যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে উবারে যাতায়াতের সময় নতুন সিট লিমিট নির্ধারণ করা হয়েছে যেখানে চালক ব্যতীত গাড়িতে শুধুমাত্র দুজন যাত্রী বসতে পারবেন এবং যাত্রীদের শুধুমাত্র পিছনের সিটে বসার অনুরোধ জানানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর