বরিশালে গত চারমাসে ৪৩২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫৩ লাখ ৯৮ হাজার ২৮৫ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন। অভিযানে ৮৯৪ জন ব্যক্তি ও ৭৬৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
এছাড়াও এসব অভিযানে বিভিন্ন মেয়াদে ৬২ জন ব্যক্তিকে কারাদণ্ড এবং ১৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে সিলগালা করে দেন জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট।
বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতিতে গেল ১০ মার্চ থেকে শুরু করে চলতি মাসের ১৫ জুলাই রাত পর্যন্ত এ জরিমানার টাকা আদায়, কারাদণ্ড ও সিলগালা করা হয়।
এসব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, বাংলাদেশে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৩ লাখ ৯৮ হাজার ২৮৫ টাকা জরিমানা আদায় করে জেলা প্রশাসন।