আরিচায় যমুনার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপরে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-18 22:01:26

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির স্তর পরিমাপক ফারুক আহম্মেদ।

তিনি জানান, আরিচা পয়েন্টে যমুনা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ৯ দশমিক ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপরে।

এর আগে গতকাল বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপরে ছিল যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি।

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জের নিম্নাঞ্চল শিবালয়, দৌলতপুর এবং ঘিওর উপজেলার বিভিন্ন এলাকার নদ-নদী ও খাল-বিলে পানি প্রবেশ করছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর এবং ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান আলী বিশ্বাস জানান, মানিকগঞ্জে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। পানি বাড়তে থাকলে আরও বেশ কিছু এলাকার ফসলি জমি তলিয়ে যাবে।

এ সম্পর্কিত আরও খবর