রাজবাড়ীর দুই পয়েন্টে বিপৎসীমার উপরে পদ্মার পানি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-24 15:38:42

রাজবাড়ীর সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর মধ্যে সেনগ্রামে দশমিক ২৪ সেন্টিমিটার ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজ পয়েন্টে দশমিক ৮৩ সেন্টিমিটার পানি বিপৎসীমার উপরে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ও সদরের মহেন্দ্রপুর পয়েন্টে দশমিক ২৫ সেন্টিমিটার করে এবং পাংশার সেনগ্রামে দশমিক ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে দৌলতদিয়াতে ৯ দশমিক ৪৮ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুরে ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার ও সেনগ্রামে ১১ দশমিক ২৫ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর