মানিকগঞ্জে ভুয়া চিকিৎসকের ২ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-24 21:48:57

মেডিকেল কলেজে পড়াশুনা না করেই নামের আগে লিখতেন ডাক্তার। নেই বিএমডিসির রেজিস্ট্রেশনও। অথচ বিভিন্ন জায়গায় চেম্বার খুলে ২০০ থেকে ১ হাজার টাকা ভিজিট নিয়ে রোগীদের দিতেন ব্যবস্থাপত্র। ডাক্তার না হয়েও রোগীদের সাথে প্রতারণা করার দায়ে দুই লাখ টাকা জরিমানা দিতে হলো প্রমোদ চক্রবর্তী নামের এক ব্যক্তিকে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রানা নামের ভুক্তভোগী এক ব্যক্তির লিখিত আবেদনের সত্যতা পাওয়ায় ওই জরিমানা করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ বিষয়ে জানতে চাইলে বার্তা২৪.কম-কে রুমেল বলেন, ‘ডা. প্রমোদ চক্রবর্তী, এমবিবিএস (ঢাকা), পিজিটি (সার্জারি), মেডিসিন ও সার্জারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, মা ও শিশু রোগে অভিজ্ঞ লিখে ভিজিটিং কার্ড ও ব্যবস্থাপত্র দিতেন রোগীদের। তবে ওই ব্যক্তির নিকট থেকে চিকিৎসা নিয়ে কোনো উপকারে না আসায় রানা নামের এক ব্যক্তি ভোক্তা অধিকার অধিদফতরে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে শুনানির জন্য প্রমোদ চক্রবর্তীকে ডাকা হলে তিনি কোন কাগজ পত্র দাখিল করতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘পরে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন এবং আর কখনো এমন প্রতারণা করবেন না মর্মে মুচলেকা দিলে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রুমেল।’

এ সম্পর্কিত আরও খবর