১৬ জুলাই গণতন্ত্র অবরুদ্ধ দিবস: সড়ক পরিবহন শ্রমিক লীগ

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 01:43:30

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হানিফ (খোকন) ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী এক যুক্ত বিবৃতিতে বলেন, আজ ১৬ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। বাংলাদেশ আওয়ামী লীগ এ দিনটি গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে থাকে।

তিনি বলেন, ২০০৭ সালের এই দিন তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেওয়া হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা চালানো হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের আন্দোলনের মুখে দীর্ঘ প্রায় ১১ মাস পর ২০০৮ সালের ১১ জুন জননেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। জননেত্রী শেখ হাসিনার কারামুক্তির মাধ্যমে বাংলাদেশ পুনরায় গণতন্ত্র ফিরে পায়।

এ সম্পর্কিত আরও খবর