‘ভ্যাকসিন তো দূরের কথা, পরামর্শও পাইনি’

, জাতীয়

সাহিদুর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-09-01 09:20:15

‘৫ মাস থেকে আমি খামারে হাঁস পালন শুরু করলেও এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাইনি। পশু চিকিৎসকের কাছে কয়েকবার গিয়েছি ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন তো দূরের কথা, পরামর্শ পর্যন্ত পাইনি। বর্তমানে আমার খামারে হাঁসের পায়ে খুরা রোগ দেখা দিয়েছে। এর কারণে গত দুদিনে প্রায় শতাধিক হাঁস মারাও গেছে।’

অশ্রুসিক্ত নয়নে কথাগুলো বলছিলেন জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বালিয়ামারী গ্রামের হাঁস খামারি সুজন মিয়া।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, টিভিতে গরু, ছাগল, হাঁস-মুরগি পালনে লাভবান হওয়া যায় এমন বিভিন্ন প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হন সুজন মিয়া। স্বপ্ন দেখেন হাঁস পালনের। তাই চলতি বছরেই শুরু করেন হাঁস পালন। এখন তার খামারে সাড়ে ৩ হাজার হাঁস আছে। তবে খুরা রোগের কারণে মরতে শুরু করেছে হাঁসগুলো। দ্রুত ব্যবস্থা না নিলে পথে বসতে হতে পারে এই খামারিকে।

নতুন এই খামারি বলেন, ‘একদিকে বন্যার পানি বৃদ্ধি হওয়ায় হাঁসের খাদ্য নিয়ে সংকটে আছি। অন্যদিকে হাঁসের এই রোগ নিয়ে খুব হতাশায় আছি। সরকারিভাবে যদি হাঁসের চিকিৎসা সেবাটা পেতাম, তাহলে আজ এ হতাশায় পড়তে হতো না।’

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সুজন মিয়ার হাঁসের খামার দেখে তারাও খামার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এমন অবস্থা দেখে তাদের আর সামনে আগানো সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, ‘ভ্যাকসিন তো আর সবসময় থাকে না। ঢাকা থেকে আসলে তো আমরা দিতে পারি। আর আমাদের প্রাণী সম্পদে ডাক্তার মাত্র একজন। তবুও আমরা চেষ্টা করি এলাকায় গিয়ে গিয়ে খামারের খোঁজ-খবর নেওয়ার।’

এ সম্পর্কিত আরও খবর