ঢাবির সাবেক ভিসি এমাজউদ্দীনের মৃত্যুতে যবিপ্রবি ভিসির শোক

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 14:30:41

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এক শোক বার্তায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘অধ্যাপক ড. এমাজউদ্দীন ১৯৯২-৯৬ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন একজন সফল গবেষক। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি একাধিক বইও রচনা করেছেন।’

যবিপ্রবির উপাচার্য মরহুমের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সম্পর্কিত আরও খবর