খুলনায় শরৎ বর্ষণে শান্তির পরশ

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 06:06:33

খুলনা: স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র শরতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। মেঘ আর রৌদ্রের খেলায় ক্ষণে ক্ষণে রূপ বদলে প্রকৃতি সাজছে নতুন আবিরে।

বুধবার (২৯ আগস্ট) খুলনা নগরে এক পশলা বৃষ্টি যেন সবকিছুকে আরও রঙ্গিন করে তুলেছে।

ভোর থেকেই খুলনায় শরতের আকাশে হালকা মেঘের দেখা মেলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘও ঘনীভূত হতে শুরু করে। দুপুর ১২টায় এক পশলা বৃষ্টি প্রকৃতিতে স্বস্তির পরশ বুলিয়ে যায়। আধাঘণ্টার বৃষ্টিতে স্বস্তির পরশ থাকলেও দৈনন্দিন কাজে বের হওয়া মানুষদের কিছুটা ভোগান্তিতে পরতে হয়। তবুও প্রত্যাশিত এ বৃষ্টিতে খুশি হয়েছে সবাই। বজ্রপাত না থাকায় নির্ভয়ে স্বস্তি পেয়ে শিশু-কিশোরসহ অনেকে ভিজতে শুরু করে। পরে বৃষ্টি থেমে গেলেও মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাশ বইছে।

এছাড়া চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টির অভাবে আমন ক্ষেত শুকনো থাকায় বিপাকে পরেছিল চাষিরা। সকালের বর্ষায় কিছুটা চিন্তামুক্ত হয়েছে তারা। তবে ভালো ফলনের জন্য আরও বৃষ্টির আশা করছে চাষিরা।

নগরীর সোনাডাঙ্গায় চাকরিজীবী কাজী ওমর প্রশান্তির নিঃশ্বাস ফেলে জানান, এ বছর বর্ষার সময়েও তেমন বৃষ্টিপাত হয়নি। তবে আজ বৃষ্টি হওয়ায় শান্তি পেয়েছে অনেকেই।

এ সম্পর্কিত আরও খবর