কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীতে বন্যার পানিতে ডুবে দুই শিশু ও এক গ্রাম পুলিশসহ তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া ও হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রাম এবং চিলমারী উপজেলায় এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকায় সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া গ্রামের মোন্তাজুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম (৮) বন্যার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়।
অপরদিকে, দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় এলাকায় বাবু মিয়ার বাড়িতে বেড়াতে এসে মুন্নি খাতুন নামে দেড় বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। মৃত মুন্নি খাতুন উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার গ্রামের বকুল মিয়ার সন্তান।
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানার হাট ইউনিয়নে বন্যার পানিতে ডুবে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
মৃত ওই গ্রাম পুলিশের নাম সুরুজ মিয়া (৫৫)। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি কিসামত গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির সামনে বিলে বন্যার পানিতে পাটের জাগ দিতে যান সুরুজ মিয়া। ওই সময় পানিতে ডুবে মারা যান তিনি। মৃত সুরুজ মিয়া চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।