নার্সারিতে মিলল এডিস মশার লার্ভা, জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-26 01:26:30

ময়মনসিংহ নগরের জিলা স্কুল সংলগ্ন 'এভারগ্রিন' নামে একটি নার্সারিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে নার্সারি মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জুলাই) দুপুরে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে গত ১৪ জুলাই থেকে বিভিন্ন বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে সচেতন ও সতর্ক করে আসছে মসিকের স্বাস্থ্য বিভাগ। আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলো। পরবর্তীতে বাড়ি-প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে অভিযান পর্যায়ক্রমে আরও বাড়বে। বর্ষা মৌসুমে ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে সিটি করপোরেশনের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকারসহ স্বাস্থ্য সহকারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, দিনের অপর অভিযানে নগরের সানকিপাড়া হেলথ অফিসের গলি এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে এক ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান।

এ সম্পর্কিত আরও খবর