'সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে'

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-12 00:34:11

মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্রে ‘সাহেদ করিম’ থেকে ‘মোহাম্মদ সাহেদ’ হিসেবে নাম সংশোধন করে নেয়ায় তার এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

সোমবার (২০ জুলাই) বিকালে নির্বাচন ভবনে ইসির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সাথে ইসির কারা জড়িত, তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রমাণ সাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

নাম পরিবর্তনে জালিয়াতির কারণে তার এনআইডি স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত ২০০৮ সালের ২৫ অগাস্ট সাহেদের নামে যে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল, তার নম্বর ছিল ২৬৯২৬১৮১৪৫৮৮৫। আর এখন তার নামে থাকা স্মার্ট এনআইডির নম্বর ৮৬৫০৪০৬১৮৭।

সাহেদ গতবছর তার এনআইডি সংশোধন করার সময় জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, পাসপোর্টের কপি এবং ‘ও’ লেভেলের সার্টিফিকেট জমা দেন। এনআইডির তথ্য সংশোধনে তার নাম সাহেদ করিম থেকে মোহাম্মদ সাহেদ হয়।

এ সম্পর্কিত আরও খবর