ঝিনাইদহ: ঝিনাইদহ এখন মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা। গত অর্থবছরে (২০১৭-২০১৮) এ জেলায় দুই হাজার একশ ৬৯ টন মাছ চাহিদার বেশি উৎপাদন হয়েছে। নদ-নদী, খাল, বিল ও বাঁওড়ে ভরপুর এ জেলায় মাছের উৎপাদন আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।
জেলা মৎস্য অফিসার আলফাজ উদ্দিন শেখ জানান, মাথাপিছু বার্ষিক ২২ কেজি হিসাবে ঝিনাইদহ জেলায় বছরে মাছের চাহিদা ৩৮ হাজার ৯৬৮ দশমিক ৬৮ মেট্রিক টন। গত বছর এ জেলায় ৪১ হাজার একশ ৩৮ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে।
ঝিনাইদহ জেলায় ২৩টি সরকারি, ৮টি ব্যক্তি মালিকানাধীন, ৫টি ওপিএল-১ এর অধীন ও ৬টি ওপিএল-২ এর অধীন বাঁওড় রয়েছে। এসব বাঁওড়ে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুয়োগ রয়েছে। এছাড়াও ১২টি নদী আছে। তবে নদীগুলো আজ মৃত। শুষ্ক মৌসুমে পানি থাকে না। সংস্কারের মাধ্যমে নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। এতে দেশি প্রজাতির বিভিন্ন মাছ উৎপাদন বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে।
জেলায় পুকুরের সংখ্যা ৩০ হাজার ৩৮টি। পুকুরগুলোর আয়তনের পরিমাণ সাড়ে ৫ হাজার হেক্টর। প্রতি বছর নতুন পুকুর খনন করে মাছের চাষ করা হচ্ছে। গত বছর পুকুর থেকে উৎপাদিত মাছের পরিমাণ ছিল ২৪ হাজার টন।