কোরবানির ঈদে ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-30 11:07:44

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।

জানা যায়, পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে আগামী ২৯ জুলাই (বুধবার) থেকে ৪ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত টানা ৭ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল ও ভুটানের সাথে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রফতানি ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ৫ আগস্ট সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে ছুটির সময় বন্দরের স্বাভাবিক কার্যক্রম সরকারি নিয়মানুযায়ী চলবে।

পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, কোরবানির ঈদ উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বাংলাবান্ধা স্থলবন্দর ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর