কুমিল্লায় করোনামুক্তির সংখ্যা ছাড়াল ৩ হাজার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-23 21:25:18

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠছেন। ইতিমধ্যে জেলায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩০।

বুধবার (২২ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরো ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৮, আদর্শ সদরে ৩, তিতাসে ৬, হোমনায় ১ ও বুড়িচংয়ের ২ জন রয়েছেন।

এদিকে, করোনা আক্রান্তদের মধ্যে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৬৫ জন। এদের মধ্যে নগরীতে ২৫, তিতাসে ৩, লাকসামে ১৯, বরুড়ায় ৮ ও সদর দক্ষিণে ১০ জন।

এছাড়া করোনার আক্রান্ত হয়ে কুমিল্লায় সর্বমোট ১৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৮৮৫টি। আর নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ৮১৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৩০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এ সম্পর্কিত আরও খবর