যশোরে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-06 00:17:08

'মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় যশোর কালেক্টের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন জলো প্রশাসক মো. তমজিুল ইসলাম খান।

এ সময় উপস্থিতি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আনছিুর রহমান, জেলা আওয়ামী-লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান গোলদারসহ প্রমুখ।

জেলা প্রশাসক তমজিুল ইসলাম খান বলনে, সুখী সমৃদ্ধ দেশ গড়তে মাছরে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। পুষ্টির জন্য মাছের গুরুত্ব অনেক বেশি। এজন্য আমাদের বেশি করে মাছ চাষ করা দরকার।

এ সম্পর্কিত আরও খবর