৫ ও ৬ সেপ্টেম্বর ঢাকায় নবম ফেমবোসা সম্মেলন অনুষ্ঠিত হবে

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:55:06

ঢাকা: আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সার্কভুক্ত আট দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে নবম ফেমবোসা সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আয়োজিত এবারের ফেমবোসা অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সূত্রে জানা গেছে। ফেমবোসা  হল দ্য ফেরাম অব ইলেক্টশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া । ঢাকার হোটেল র‌্যাডিসনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

এই সম্মেলনের  বাংলাদেশসহ আটটি দেশের নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। কোন দেশে কীভাবে নির্বাচন হচ্ছে, নির্বাচনের পদ্ধতিগুলো কী এবং জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে কীভাবে নির্বাচন করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

 

এ সম্পর্কিত আরও খবর