বুক পানিতে নেমে মেয়রের ত্রাণ বিতরণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-26 05:21:24

বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে সিংড়ার আত্রাই নদীর পানি প্রবাহিত হচ্ছে। এতে সিংড়া উপজেলার প্রত্যন্ত এলাকার সাথে পানি প্রবেশ করেছে পৌর এলাকাতেও। পৌরসভার বিভিন্ন প্লাবিত এলাকাগুলোতে বুক সমান পানি মাড়িয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য পৌঁছে দিচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর এলাকার পারসিংড়ায় পানিবন্দি শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ বিতরণ করেন তিনি।

মেয়র ফেরদৌস বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে পাঁচ শতাধিক পরিবার। অনেকে বাড়ি ছাড়ার সময়টুকু পাননি। অবর্ণনীয় দুর্ভোগে এখনও পানিবন্দি থাকা পরিবারগুলোকে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমরা পানিবন্দিদের আশ্রয়কেন্দ্রে আসার অনুরোধ করেছি। সেই সাথে প্রতিটি আশ্রয়কেন্দ্রে থাকা ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করেছি। পৌরসভার পক্ষ থেকে শতাধিক ছাত্রলীগ কর্মী আশ্রয় কেন্দ্রগুলোর তত্ত্বাবধানে রয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণে মেয়রের সাথে সিংড়া গোল-ই- আফরোজ সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, স্থানীয় কাউন্সিলরসহ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর