‘কাজে ফাঁকি দেয়াও দুর্নীতি’

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 16:20:18

অফিসের কাজে ফাঁকি দিয়ে বেতন তোলাও দুর্নীতি। ভালো কাজের পুরস্কার এবং অন্যায় কাজের জন্য শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দিবসের তাৎপর্য তুলে ধরে মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠানের কেনাকাটাসহ যাবতীয় ক্রয় কার্যক্রমে একবিন্দু দুর্নীতি করার সুযোগ দেয়া হবে না। শ্রম, মেধা ও সততা দিয়ে প্রতিষ্ঠানকে উন্নত এবং দেশকে সমৃদ্ধ করতে হবে।’

অনুষ্ঠান শেষে কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ৭ কর্মকর্তা ও কর্মচারীকে পুরস্কৃত করা হয়।

সেমিনারে জাদুঘরের সর্বস্তরের কর্মীরা অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাদুঘরের পরিচালক (যুগ্মসচিব) মো. ইমতিয়াজ হোসেন, প্রধান ডিসপ্লে কর্মকর্তা মাকসুদা বেগম, সহকারী কিউরেটর মুমিনুর রশীদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর