আশুলিয়ায় ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-17 22:17:31

সাভারের আশুলিয়ায় শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিকসহ একটি শ্রমিক সংগঠন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে মুক্ত গার্মেন্টস ফেডারেশনের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় মুক্ত গার্মেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানী খান লিখিত বক্তব্যে মহামারি করোনাভাইরাসের সময় শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কারণ দর্শানোর নোটিশ ও বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগের আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক রাকিব হাসান সোহাগের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানার ভুক্তভোগী শ্রমিকরা।

উল্লেখ্য, আশুলিয়ার ইয়ারপুর ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানা কর্তৃপক্ষ কারখানা ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করলে ১০ জন শ্রমিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বর্তমানে জামিনে রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর