নৌকা ঠেকা‌তে যারা কাজ করেছে, তা‌দের রেহাই নেই: সি‌লেটে কা‌দের

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-30 09:40:59

সি‌লেট থে‌কে: সি‌লে‌ট সি‌টি নির্বাচ‌নে পরাজ‌য়ে দ‌লের নেতা‌দের দায়ী ক‌রে ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, এর তদন্ত হ‌বে। যি‌নি দো‌ষী তার বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে। নৌকা ঠেকা‌তে যারা নেতৃত্ব দি‌য়ে‌ছেন তা‌দের রেহাই নেই।

বৃহস্প‌তিবার (৩০ আগস্ট) বি‌কেল ৫টায় সি‌লেট রে‌জিস্টা‌রি মা‌ঠে শোক দিব‌সের বিভাগীয় আলোচনা সভায় বক্তব্য রাখ‌ছি‌লেন আওয়ামী লীগ সাধা‌রণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সা‌লের পুনরাবৃ‌ত্তি আগামী নির্বাচ‌নে হ‌বে না। কারা থাইল্যান্ড, মা‌ল‌য়ে‌শিয়া যা‌চ্ছেন, গোপন বৈঠক কর‌ছেন সব তথ্য আমা‌দের জানা আ‌ছে।

নৌকা ঠেকা‌নোর জন্য কারা নেতৃত্ব দি‌য়ে‌ছেন। এই আত্ম‌বিনাসী কাজ যারা ক‌রে‌ছেন, তারা রেহাই পা‌বেন না। তা‌দের জন্য ক‌ঠিন শা‌স্তি দেওয়া হ‌বে।

আলোচনা সভায় আওয়ামী কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ, জাহা‌ঙ্গীর ক‌বির নানক, ড. শামসুল আলম গোলাপ, সাংগঠ‌নিক সম্পাদক আহমদ আলী, এনামুল হক শামীম, মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

কেন্দ্রীয় নেতারা বক্ত‌ব্যে দ‌লের ভেত‌রে মোনা‌ফেক‌দের বিরু‌দ্ধে ক‌ঠিন হুঁ‌শিয়া‌রি উচ্চারণ ক‌রেন।

এ সম্পর্কিত আরও খবর