রাজশাহীতে একদিনে করোনামুক্ত ১৯৬ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-31 08:45:45

রাজশাহী জেলায় একদিনেই ১৯৬ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। দ্বিতীয় দফা নমুনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ আসায় তাদের করোনামুক্ত ঘোষণা করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বার্তা২৪.কম-কে জানান, বৃহস্পতিবার দ্বিতীয় দফা নমুনা টেস্টে নেগেটিভ আসায় রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট সুস্থ হয়েছেন ৪০৭ জন। এরমধ্যে ১৯৬ জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া এদিন চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নওগাঁর ৫ জন, বগুড়ার ১৮৪ জন, সিরাজগঞ্জের একজন এবং পাবনার ৬ জন সুস্থ হয়েছেন।

ডা. গোপেন্দ্রনাথের তথ্যমতে, বৃহস্পতিবার বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জনের বাড়ি রাজশাহী। এছাড়া বগুড়ার ৫০ জন, নওগাঁর সাতজন, নাটোরের একজন, জয়পুরহাটের তিনজন, সিরাজগঞ্জের ৩৪ জন এবং পাবনার ১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ১৪৭ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৩, নাটোরে ১, জয়পুরহাটে ২ জন, সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

গোটা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৪২০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৫১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮, নওগাঁয় ৮৫১, নাটোরে ৩৮৮, জয়পুরহাটে ৬৫৯, সিরাজগঞ্জে ১ হাজার ২১৪ জন এবং পাবনায় ৭৪২ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৯৪ জন। এর মধ্যে রাজশাহীর ৯৫৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫৩ জন, নওগাঁর ৬৪৫ জন, নাটোরের ১৫২ জন, জয়পুরহাটের ১৯৭ জন, বগুড়ার ২ হাজার ৭৫৯ জন, সিরাজগঞ্জের ৩১০ জন এবং পাবনার ৩১৯ জন করোনামুক্ত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর