বগুড়ায় আইজিপির ত্রাণ পেল বন্যার্ত ২০০ পরিবার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-23 03:57:34

বগুড়ার সারিয়াকান্দিতে দুর্গম চরে বন্যা দুর্গত ২০০ পরিবার পেল আইজিপি ড. বেনজির আহম্মেদের পাঠানো ত্রাণ সামগ্রী।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বন্যা দুর্গত এলাকায় পানিবন্দি মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

জানা গেছে, সারিয়াকান্দির চর মূলবাড়ি, নান্দিনার চর এবং শণ পঁচার চরের বন্যা দুর্গত এলাকায় নৌকাযোগে গিয়ে পৌঁছে দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি তেল, একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি মিষ্টি কুমড়া, একটি লাইফবয় সাবান, একটি হুইল সাবান এবং পাঁচ পাতা পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট।

এ সময় উপস্থিত ছিলেন- বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং সারিয়াকান্দি থানার অন্যান্য অফিসারবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর