টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়ে ঢাকার রেলওয়ে কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে তারা এ দুর্ঘটনার খবর জানতে পারে। এরপর ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়। ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছানোর পরে উদ্ধার কাজ শুরু হবে। এই দুর্ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে ঢাকা থেকে রাতের সবগুলো ট্রেন ছেড়ে গেছে। তবে দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।