জামালপুরে ১০ লাখ মানুষ পানিবন্দী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-30 20:54:48

জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ৩ দিন ধরে ধীরগতিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান বার্তা২৪.কমকে জানান, গত ৩ দিন ধরে ধীরগতিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৯টি ইউনিয়নের ৬৭৭টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত জেলার ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে।

এদিকে শনিবার বিকেলে বন্যার পানির স্রোতে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর এলাকায় একটি সেতু ভেঙে কয়েক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেতু ভাঙার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

অপরদিকে পানিবন্দীদের অভিযোগ, খাদ্য সংকট থাকলেও প্রয়োজনীয় সরকারি ত্রাণ সহায়তা পাচ্ছে না তারা ।

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, বন্যায় জেলার ২ লাখ ৪৮ হাজার ৬৩৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় জেলায় এ পর্যন্ত ৩৮৬টি বাড়ি সম্পূর্ণ ও ১৩ হাজার ৭৩৮টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ৫ হাজার ৯৭টি নলকূপ ডুবে গেছে। আর ১১ হাজার ৫৩০ হেক্টর ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, বন্যার কারণে ৬৬ কিলোমিটার পাকা সড়ক ও ১৯৪ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ৫টি ব্রিজ ও কালভার্ট, ২৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৬৫৮টি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় জেলার ৮৮টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৮৩৩টি পরিবার আশ্রয় নিয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বার্তা২৪.কমকে জানান, ২৮ জুলাই পর্যন্ত যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। তৃতীয় দফার বন্যা গত বছরের মতো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর