রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-24 14:44:29

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্রনাথ জানান, শনিবার (২৫ জুলাই) শুধু বগুড়াতেই ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ১ জন করে মারা গেছেন। ফলে রাজশাহী বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ২ জন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় নতুন ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৬৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৪ জন, নওগাঁয় ২ জন, বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ২৭ জন এবং পাবনায় ৭৬ জন শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তের পর বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৫০৫ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৬৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪১৬, নওগাঁয় ৯২১, নাটোরে ৩৯১, জয়পুরহাটে ৬৬১, সিরাজগঞ্জে ১ হাজার ২৭১ জন এবং পাবনায় ৮২২ জন শনাক্ত হয়েছেন।

শনিবার বিভাগের ১৬২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৬১ জনই বগুড়ার বাসিন্দা। এছাড়া এদিন রাজশাহীর ৪৩ জন, নওগাঁর ১৯ জন, সিরাজগঞ্জের ২২ জন এবং পাবনার ১৪ জন সুস্থ হয়েছেন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৫ হাজার ৭৯৯ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫৩ জন, নওগাঁর ৬৪৪ জন, নাটোরের ১৫২ জন, জয়পুরহাটের ২০০ জন, বগুড়ার ২ হাজার ৯০৬ জন, সিরাজগঞ্জের ৩৭৫ জন এবং পাবনার ৩৩৭ জন করোনামুক্ত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর