পানির তোড়ে ভেঙে গেল চলনবিলের বলিয়াবাড়ি বাঁধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-16 14:36:23

নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানির তোড়ে ভেঙে গেছে কলম ইউনিয়নের মহেশচন্দ্রপুরের চলনবিলের বলিয়াবাড়ি বাঁধ। এতে হু হু করে পানি ঢুকতে শুরু করেছে স্থানীয় গ্রামগুলোতে।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বাঁধটি ভেঙে যায়।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু জানান, আত্রাই নদীর পানির তোড়ের কারণে বিকেল সাড়ে ৩টার দিকে মহেশচন্দ্রপুর-বলিয়াবাড়ি বাঁধের বাঁধপাড়া এলাকায় ওই বাঁধটি ভেঙে যায়। ইতোমধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবকরা চলনবিল পাড়ের বাড়ি-ঘর থেকে মানুষদের সরিয়ে নেয়া শুরু করেছেন। খুবই দ্রুত গতিতে পানি চলনবিলে ঢুকছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আসাদ জানান, অন্তত ১০ মিটার বাঁধ ভেঙে বিলে পানি প্রবেশ করছে। পানির তীব্রতা বেশি থাকার কারণে বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি। দ্রুত জিও ব্যাগ ফেলে পানিপ্রবাহ ঠেকানোর কাজ শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর