অবশেষে ধরা!

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-25 08:04:48

নড়াইল: একটি প্যাকেটে বেদানা, অন্য প্যাকেটে আপেল, সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটি মোটরসাইকেলের সঙ্গে এমন ভাবে বাঁধা যা দেখলে মনে হবে কেউ শ্বশুরবাড়ি বা কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছে। আসলে ঘটনাটা তা নয়, উনি একজন মাদক বিক্রেতা। এভাবেই তিনি ফেনসিডিল পাচার করে থাকেন।

অবশেষে তিনি ধরা খেয়ে বর্তমানে ডিবি পুলিশের খাঁচায় বন্দী। পুলিশ তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বলছিলাম ইয়াকুব মোল্যা ওরফে বাবুলের (২৮) কথা। তিনি সদর উপজেলার ফেদী গ্রামের দাউদ মোল্যার ছেলে। বর্তমানে তিনি পেড়লী মিনা বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

শুক্রবার সকালে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ বাবুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, নড়াইল-যশোর সড়কে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টার দিকে সীতারামপুর সেতু এলাকায় মোটরসাইকেলসহ বাবুলকে থামানো হয়। এ সময় তার মোটরসাইকেলে রাখা একটি প্যাকেটে বেদানা, অন্য প্যাকেটে আপেল এবং কাপড়ের ব্যাগে তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতার বাবুল পুলিশকে জানান, যশোরের বসুন্দিয়া মোড় থেকে ফেনসিডিল নিয়ে লোহাগড়ায় নিয়ে যাচ্ছিলেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর