এমপি ইসরাফিলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:41:03

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ বিভিন্ন মহল। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরাফিল আলম আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। সজ্জন ও জ্ঞানী এ সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। নিবেদিতপ্রাণ এ রাজনীতিবিদ সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ইসরাফিল আলমের মৃত্যুতে দেশ একজন সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তিনি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। অসময়ে তার এ চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যু এদেশের জন্য অপূরণীয় ক্ষতি।’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘ইসরাফিল আলমের মৃত্যুতে নওগা জেলা তথা দেশ ও জাতি একজন সাহসী রাজনৈতিক যোদ্ধাকে হারালো। তিনি নিষ্ঠা ও উদারতার সাথে আজীবন দেশর মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপুরণীয় ক্ষতি।’

এদিকে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

এ সম্পর্কিত আরও খবর