মহাসড়কে স্পিডব্রেকার দিলেন ব্যবসায়ীরা

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 08:10:47

সিলেট: আগস্ট মাসের শেষ ১৫ দিনে একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমার লালাবাজারে এবার নিজেরাই স্পিডব্রেকার (গতিরোধক) স্থাপন করলেন বাজারের ব্যবসায়ীরা।

শুক্রবার (৩১ আগস্ট) সকাল থেকে ব্যবসায়ীরা মিলে সড়কের দুটি স্থানে স্পিডব্রেকার স্থাপন করেন।

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থেকে ওসমানীনগর অংশে গত দেড় মাসে সড়ক দুর্ঘটনায় ১৫ জন মারা গেছেন। সড়কের লালাবাজারে গত ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৪ জন। সর্বশেষ মঙ্গলবার (২৮ আগস্ট) লালাবাজারে বাসচাপায় ব্যবসায়ী কামরুল ইসলাম নিহত হন। এরপর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন। তারা সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় আড়াইঘণ্টা অবরোধ করে রাখেন। ঘাতক বাসসহ চালককে আটক করা, স্পিডব্রেকার নির্মাণ ও লালাবাজারে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিয়োগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

লালা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান , স্পিডব্রেকার নির্মাণের ব্যাপারে তারা প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করেছেন। তবে স্পিডব্রেকার নির্মাণের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি তারা। পরে নিজেদের স্বার্থে মহাসড়কে স্পিডব্রেকার স্থাপনে বাধ্য হয়েছেন তারা।

এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় আপাতত লালাবাজার স্কুলের সামনেসহ দুটি পয়েন্টে স্পিডব্রেকার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর