ভিক্ষা করা বন্ধ, মানবেতর জীবনযাপন করছেন রূপভান বেওয়া

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-26 00:16:11

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের মৃত মোসলেমের স্ত্রী রূপভান বেওয়া (৬০)। নিজের জায়গা ও স্বামী-সন্তান বলতে কিছু নেই। ভিক্ষা করে কোনো রকমে জীবন চলে তার।

তবে চলতি বন্যার কারণে এখন ভিক্ষা করতে পারছেন না তিনি। সরকারি-বেসরকারি ভাবে পাননি কোনো ত্রাণও। এছাড়া কোনো ধরনের ভাতাও পান না। তাই বর্তমানে অনহারে-অর্ধাহারে থাকতে হচ্ছে তাকে।

জানা গেছে, গত ৩০-৩৫ বছর আগে রূপভান বেওয়ার স্বামী মারা গেছেন। কোনো সন্তান নেই তার। বর্তমানে ছোট ভাই ফুলবর মিয়ার বাড়িতে থাকেন তিনি। সারাদিন ভিক্ষা করে যা পান তা দিয়ে কোনো রকমে একা খেয়ে বেঁচে আছেন। তবে গত ১ মাস ধরে বন্যার কারণে ভিক্ষা করতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন তিনি।

রূপভান বেওয়ার ছোট ভাই ফুলবর মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘আমি খুব গরিব মানুষ। একদিন কাজ না করলে সংসার চলে না। তাই মন চাইলেও বোনের জন্য কিছু করতে পারি না।’

রূপভান বেওয়া বার্তা২৪.কমকে বলেন, ‘বন্যার কারণে ভিক্ষা করতে পারছি না। খুব বিপদে আছি। আমার বয়স হয়েছে। কিছু দিন পর পর অসুস্থ হয়ে পড়ি।’

তিনি আরও বলেন, ‘বন্যার মধ্যে যাদের ঘরে ভাত আছে, তারাই ত্রাণ পাচ্ছে। এছাড়া আমি কোনো ধরনের ভাতা পাই না। সরকার আমাকে যদি একটা ভাতার ব্যবস্থা করে দিত, তাহলে আমার খুব উপকার হতো।’

কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ময়নুল ইসলাম জানান, রূপভান বেওয়ার বিষয়ে খোঁজখবর নেয়া হবে। যদি তিনি ভাতা পাওয়ার যোগ্য হন, তবে সে ব্যবস্থা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর