নীলফামারীতে ১০০ পরিবার পেল সেলাই মেশিন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-24 21:33:09

করোনাভাইরাসের কারণে কর্মহীন, দুঃস্থ পরিবারগুলোর মাঝে নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিন লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শিউলি আক্তার, সাইদুর রহমান অ্যাপোলো, উপ সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, হিসাবরক্ষক আজিজুল ইসলাম প্রমুখ।

জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, 'বর্তমানে সারাবিশ্ব মহামারি করোনাভাইরাসের থাবায় আবদ্ধ। আমাদের দেশেও দীর্ঘসময় এই করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। তাই আমরা পরিষদের পক্ষ থেকে খুঁজে খুঁজে অসহায় কর্মহীন পরিবারের মহিলাদের সেলাই মেশিন দিয়েছি।'

এ সম্পর্কিত আরও খবর