নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ মো. রাসেল (২৮) নামের এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (২৯ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকির খালে অভিযান চালিয়ে তাকে আটক করে হাতিয়া কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটার গান, একটি এক নলা বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৩টি বগিদা উদ্ধার করা হয়।
আটককৃত মো.রাসেল নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিঝুম দ্বীপের ফকির খালে জলদস্যু রাসেলের নেতৃত্বে তার বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ফকির খালে অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু রাসেল বাহিনীর সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে জলদস্যু বাহিনীর প্রধান রাসেল দৌড়ে পালানোর সময় তাকে অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবে। দুপুরের দিকে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।