ময়মনসিংহে বন্যার্তদের মাঝে পুনাকের ঈদ উপহার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-30 06:16:41

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের দুই উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও ঈদ উপহার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বুধবার (২৯ জুলাই) দুপুরে পুনাক ময়মনসিংহের সভানেত্রী ও জেলা পুলিশ সুপার পত্নী কানিজ আহমার এ উপহার সামগ্রী বিতরণ করেন। জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

এ সময় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ, ডিবি পুলিশের সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, এসআই কামরুল হাসান, কনস্টেবল বাবুল, ফয়সাল ও এমদাদুল উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপহার সামগ্রীর মাঝে ছিল- আতব চাল, তেল, সেমাই, চিনি ও দুধ। এর আগে, জেলা গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধানে হালুয়াঘাট ও ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে ৫ শতাধিক অসহায়দের তালিকা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর