আশুলিয়ায় র‌্যাবের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-26 15:01:16

সাভারে অভিযান চালিয়ে ভেজাল খাদ্যপণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের নবীনগর র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ।

এর আগে বুধবার (২৯ জুলাই) দুপুরে আশুলিয়ার আউকপাড়া এলাকার মাসুদ ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, ভেজাল খাদ্য পণ্য তৈরির অভিযোগে ওই এলাকায় অভিযান চালিয়ে মাসুদ ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এর স্বত্বাধিকারীরা মাসুদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ধ্বংস করা করা হয় ৪ লাখ টাকা মূল্যের ৪০০ কেজি ভেজাল সেমাই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক তাকে এই শাস্তি প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভবিষ্যতে জনস্বাস্থ্য বিরোধী এমন ভেজাল খাদ্য পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র‌্যাব-৪, সিপিসি-২ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান জমির উদ্দীন আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর