নাড়ির টানে ট্রাকে করে বাড়ি ফিরছে মানুষ

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-31 00:17:13

আর একদিন পর ঈদুল আজহা। এরই মধ্যে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এদের মধ্যে কিছু নিম্ন আয়ের মানুষদের ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

দৌলতদিয়ার ৫ নং পন্টুনে দেখা যায়, পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ফেরিতে বেশ কয়েকটি ট্রাকে করে মানুষ বাড়ি ফিরছে। ব্যক্তিগত ও যাত্রীবাহী বাসের পাশাপাশি তারাও একই ফেরিতে নদী পার হচ্ছে। একটি ট্রাকে প্রায় ২০-৩০ জন যাত্রী রয়েছে।

ট্রাকে করে ঘরে ফেরা ফরিদপুরের নগরকান্দার জমসেদ মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘বাসে অনেক ভাড়া চায়। এতো টাকা দিয়ে বাড়ি ফেরা সম্ভব না। করোনার কারণে এমনিতেই কাজ নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা যে ট্রাকে বাড়ি ফিরছি এটা মূলত গরু নিয়ে ঢাকাতে এসেছিল। খুবই অল্প টাকায় আমরা বাড়ি ফিরছি।’

এ সম্পর্কিত আরও খবর