রংপুরে করোনা চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 05:19:18

রংপুরে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে ৷ এসব সিলিন্ডার দিয়ে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের রোগীদের চিকিৎসা দেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ই জুলাই) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সৌজন্যে এসব সিলিন্ডার বিতরণ করা হয়।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, রংপুরে করোনা আক্রান্তদের চিকিৎসা কার্যে এসব সিলিন্ডার বিতরণ করা হচ্ছে। এগুলো রোগীদের দ্রুত সুস্থতায় সহায়ক ভূমিকা রাখবে। এ সময় তিনি সমাজকল্যাণ মন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আবু সালেহ মো. মুসা জঙ্গী, জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুল মোকাদ্দেম, জেলা সমাজসেবার সহকারী পরিচালক মো. হুমায়ন কবির প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর