ঈদে ৩ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দরের বাণিজ্য

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর) | 2023-09-01 03:19:21

মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের টানা তিন দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি
নিশ্চিত করেছেন।

বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সূত্রে জানা যায়, ৩১ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বেনাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১ আগস্ট শনিবার মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব পালন হবে। পরের দিন ২ আগস্ট রোববারও ঈদের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ নিয়ে ইতিমধ্যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়েছে। আগামী সোমবার (৩ আগস্ট) সোমবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় এ পথে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঈদের ছুটিতে বেনাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এ পথে ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ফিরতে পারবেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোর রাখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর