ঈদে তিনদিন বন্ধ থাকছে মালবাহী ট্রেন চলাচল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 04:01:05

ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) তারিখ হতে রোববার (২ আগস্ট) পর্যন্ত সকল ধরনের মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার বাংলাদেশ রেলওয়ের অপারেশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, করোনাভাইরাসের কারণে যখন সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল, তখন মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। বর্তমানে এখনো চলাচল করে আসছে মালবাহী ট্রেন। এই ট্রেনের পাশাপাশি কৃষকের পণ্য পরিবহনে চালু হয়েছিল পার্সেল স্পেশাল ট্রেন, ম্যাংগো স্পেশাল ট্রেন। এখন কোরবানির পশু পরিবহনের চলছে ক্যাটেল স্পেশাল ট্রেন।

একই সাথে সড়ক পথ বন্ধ থাকার কারণে মালবাহী ট্রেনের মাধ্যমেও ভারতের সাথে আমদানি-রফতানি সচল রাখা হয়েছিল। তবে ঈদ উপলক্ষে আজ থেকে আগামী ৩ দিন বন্ধ থাকবে সকল ধরনের মালবাহী ট্রেন চলাচল।

এ সম্পর্কিত আরও খবর