ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শরীফ (৩০) ও ফাহিম খান (১৮) নামে দু’জন নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে জেলার সরাইল উপজেলার ভৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ নরসিংদীর বড়বাজার এলাকার আবদুর রউফ মিয়ার ছেলে ও ফাহিম জেলার সদর উপজেলার নয়নপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে। এ ঘটনায় কনক (৩৫) ও ইমরান খান (২৫) নামে আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিকেল ৪টার দিকে ভৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দু’দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলের চালক শরীফ মারা যান। পরে আহত অবস্থায় ফাহিম, ইমরান ও কনককে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।