কোরবানির পশুর বর্জ্যমুক্ত ডিএসসিসি

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 08:39:04

নির্ধারিত সময়ের মধ্যে কোরবানি পশুর বর্জ্যমুক্ত করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোববার (২ আগস্ট) দুপুরের মধ্যে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের শতভাগ কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়।

এছাড়া এদিন যেসকল জায়গায় কোরবানি করা হচ্ছে সেখান থেকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ডিএসসিসি।

এদিকে শনিবার (১ আগস্ট) ঈদুল আযহার দিন দুপুর থেকে কোরবানি বর্জ্য সংগ্রহ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।

২৪ ঘণ্টার অব্যাহত প্রচেষ্টার ফলে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য মুক্ত করলো ডিএসসিসি। এর মধ্যে দিয়ে ঢাকাবাসীকে কোরবানি বর্জ্য মুক্ত করে পরিচ্ছন্ন নগরী উপহার দিলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সম্পর্কিত আরও খবর