হাজীগঞ্জে অর্ধশতাধিক দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-11 19:22:22

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের টিন পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত দেড়টায় একটি বাঁশ শিল্পের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ফয়সাল ও রিয়াদ জানান, চারপাশে বিল্ডিংয়ের দোকান থাকায় আগুনের হাত থেকে পুরো বাজারকে রক্ষা করা গেছে। যদিও কাঠের তৈরি দোকান সহ প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য খোরশে, কারী, আবুল বাশার, ফাতেমা এন্টারপ্রাইজ, অনিল সাহা, মান্নান, তফুর দোকান।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফরিদ আহমেদ জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন জানান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে হাজিগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনিসহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা ঘটনাস্থলে আসেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা তৈরি করে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

 

এ সম্পর্কিত আরও খবর