দুই দিনে ডিএসসিসির ১১১৯৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-18 19:05:39

ঈদ-উল-আযহার ২য় দিনের (২ আগস্ট) ডিএসসিসি'র ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য রাত সাড়ে ১২টার মধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে। ২য় দিনেও ২ হাজার ৩২৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন কর্মীরা।

উল্লেখ্য যে ঈদের দিন থেকে দ্বিতীয় দিনের (২ আগস্ট) দুপুর ১.৪৫টা পর্যন্ত কোরবানির পশুর বর্জ্য হিসেবে ৮ হাজার ৮৭০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। এদিন রাত ১২টা পর্যন্ত সব মিলিয়ে ডিএসসিসি থেকে ১১ হাজার ১৯৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

ডিএসসিসির ১১১৯৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ

মোট ৩ হাজার ৩৯১টি ট্রিপের মাধ্যমে ডিএসসিসি এলাকা হতে এই বর্জ্য মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) নিয়ে যাওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর