গোঘাট গ্রামের ৬৫ ঘরবাড়ি ব্রহ্মপুত্রের পেটে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-31 17:51:18

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে গোঘাট গ্রামে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানান, গত জুন মাসের ২৫ তারিখ থেকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর পানির তীব্র স্রোতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে গোঘাট গ্রামের প্রায় ৬৫ ঘরবাড়ি নদের গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও অন্তত ২ শতাধিক ঘরবাড়ি। এ ভাঙনের শিকার মানুষরা ইতোমধ্যে আত্মীয়-স্বজন, উঁচু বাঁধ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।

কামারজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বার্তা২৪.কমকে জানান, এরই মধ্যে গোঘাট গ্রামের ৬৫ ঘরবাড়ি ব্রহ্মপুত্রের পেটে গেছে। ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্গত মানুষদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, গোঘাট এলাকার ভাঙন ঠেকাতে এরই মধ্যে জিও ব্যাগ ফেলা হয়েছে। এছাড়া ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনাও করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর