কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী ফোন করে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন সিনহার মাকে। সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। অপর দিকে নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনহার পরিবার।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিক টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ রোডের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পুলিশের দাবি, চেকপোস্টে তল্লাশির সময় তিনি বন্দুক বের করলে আত্মরক্ষার্থে গুলি চালান পুলিশ সদস্যরা।