সিসিলীয় বন্দরে ৯৩২ অভিবাসী

, অন্যান্য-দল

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 03:31:37

৯৩২ জন অভিবাসী নিয়ে ইতিলিয়ান কোস্টগার্ডের একটি জাহাজ ক্যান্টানিয়ার সিসিলিয়া বন্দরে পৌঁছেছে।

ইরিত্রিয়া, সুদান, মালি, আইভোরি কোস্ট এবং গিনি থেকে এসব অভিবান প্রত্যাশীরা এসেছে। যাত্রাকালে শিশু ও গর্ভবতী নারীসহ বেশ কয়েকজনকে জরুরিভাবে সরিয়ে নেয়া হয়। অনেকেই আবার অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে মারা গেছে শিশু এবং নারীসহ বেশ কয়েকজন।

এর একদিন আগে অভিবাসী বোঝাই আরেকটি জাহাকে বন্দরে ঘেষতে দেয়নি ইতালি। মালিতে গ্রহণ না করায় পরে সেই জাহাজটিকে জায়গা দেয় স্পেন।

উদ্ধারকারী সংস্থা এসওএস এর একজন মুখপাত্র জানিয়েছেন, লিবিয়া উপকূলের বিভিন্ন পয়েন্ট থেকে এসব শরণার্থীদের উদ্ধার করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন বন্দরে এসব অভিবাসন প্রত্যাশীদের তাঁরা নিরাপদে পৌঁছে দেয়ার চেষ্টা করছে।

আজ এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, এসব জাহাজে এমন অনেকে রয়েছেন যারা নিজ দেশে ফিরে যেতে চান না। অনেকে আবার আত্মহত্যাও করতে চায়। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর এই আচরণকে অপরাধ বলে মনে করে তারা।

 

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর