আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিহত ১

, অন্যান্য-দল

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 18:44:12

সাভার: আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় সন্দেহ ভাজন অজ্ঞাত ডাকাত সদস্যদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৫ জুলাই) ভোরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের মারাগাঙ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়ার মরাগাঙ এলাকায় ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে যাবার পর সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর এবং তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল বলে জানায় পুলিশ।

 

এ সম্পর্কিত আরও খবর